রাজধানীর পান্থপথে বসুন্ধরা সিটি শপিং মলের সামনের ফুটপাতের অস্থায়ী দোকানগুলোতে ককটেল ও পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটেছে।
বুধবার (২৫ ডিসেম্বর) রাত ৯টা ১৫ মিনিটের দিকে ১০-১২ জন দুর্বৃত্ত দোকানগুলোর ওপর এ হামলা চালায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সম্প্রতি কিছু লোক ওই এলাকায় দোকানদারদের কাছে চাঁদা দাবি করে। তাদের একজন মালয়েশিয়ার একটি ফোন নম্বর দিয়ে বলেন, কোনো সমস্যা হলে ওই নম্বরে জানাতে। চাঁদা না দেওয়ার কারণেই দোকানগুলোর ওপর হামলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বিষয়টি তদন্তের কাজ শুরু হয়েছে।
আরএস