বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) স্বেচ্ছাসেবী রক্তদাতা সংগঠন বাঁধন বুটেক্স ইউনিটের নবীনবরণ ও রক্তদাতা সংবর্ধনা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ ডিসেম্বর (রবিবার) বিকাল সাড়ে তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠানটি আয়োজন করে বাঁধন বুটেক্স ইউনিট।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ জুলহাস উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন আইটিইটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এহসানুল করিম কায়সার, ইঞ্জিনিয়ার মোঃ মঈদুল ইসলাম মঈদ, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. রাশেদা বেগম দিনা, সহকারী অধ্যাপক তৌফিকা সিদ্দীকাসহ বরেণ্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বাঁধন বুটেক্স ইউনিটের সভাপতি ইমন কুমার সাহা এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আফিফ ইসলাম সাজিদ।
অতিথিদের আসন গ্রহণ ও পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক ড. মো: জুলহাস উদ্দিন বলেন, বাঁধন বুটেক্স ইউনিট বুটেক্সের অন্যতম স্বেচ্ছাসেবী একটি সংগঠন। বুটেক্সের শিক্ষার্থীরা স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে মানবসেবার মতো মহৎ কাজ করে যাচ্ছে যা অবশ্যই প্রশংসনীয়। নবীন শিক্ষার্থীসহ সকল শিক্ষার্থীদের নিয়মিত রক্তদানের মাধ্যমে মানবসেবায় এগিয়ে আসার আহ্বান জানাই। তিনি আরো বলেন, বুটেক্স বাঁধন ইউনিটকে ধন্যবাদ এতো সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য এবং পরবর্তীতে আরো বড় পরিসরে এ ধরনের অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের রক্তদানে উদ্বুদ্ধ করার আহ্বান জানাই।
সন্ধ্যা ছয়টায় পুরস্কার বিতরণ করা হয়। ৮৫জন নিয়মিত রক্তদাতাকে সম্মাননা স্মারক ও সার্টিফিকেট প্রদান করা হয় এবং সন্ধ্যা সাতটায় নবীনদের বরণের মাধ্যমে আনুষ্ঠানিক অধিবেশন শেষ হয়।
শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বাঁধন বুটেক্স ইউনিটের এ বছরের ডোনার সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
বাঁধন বুটেক্স ইউনিটের সভাপতি ইমন কুমার সাহা বলেন, বাঁধন বুটেক্স ইউনিটের আয়োজনে অনুষ্ঠিত ডোনার সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠানে উপস্থিত সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাই। বাঁধন শুধুমাত্র একটি সংগঠন নয়, এটি মানবতার প্রতিচ্ছবি। যেখানে রক্তদানের মাধ্যমে জীবন বাঁচানোর ব্রত নেওয়া হয়। আজ আমরা আমাদের ডোনারদের কৃতজ্ঞচিত্তে সম্মান জানাচ্ছি এবং নবীনদের মানবতার এই পথচলায় স্বাগতম জানাচ্ছি। যাদের নিরলস প্রচেষ্টায় আজকের এই আয়োজন সফলভাবে বাস্তবায়ন করেছেন সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ। আপনাদের সম্মিলিত প্রচেষ্টা বাঁধনকে আরও শক্তিশালী ও সফল করবে। জয় হোক মানবতার, জয় হোক বাঁধনের।
সাধারণ সম্পাদক আফিফ ইসলাম সাজিদ বলেন, এই অসাধারণ আয়োজন সফল করতে যারা নিরলস পরিশ্রম করেছেন তাদের প্রতি আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমাদের এই উদ্যোগ শুধু একটি আয়োজন নয়, বরং মানুষের জীবন বাঁচানোর একটি মহৎ প্রচেষ্টা। স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে মানুষের পাশে দাঁড়াতে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে আমি নতুনদের প্রতি আহ্বান জানাই। “একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন” স্লোগানকে ধারণ করে এগিয়ে চলুক প্রিয় সংগঠন বাঁধন বুটেক্স ইউনিট।