কোটা সংস্কারের ১ দফা দাবি ও আন্দোলনকারীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।
সোমবার (১৫ জুলাই) বিকাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। পরে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে ‘হামলা করে আন্দোলন, বন্ধ রাখা যাবে না’, ‘সারা দেশে খবর দে, কোটা পদ্ধতির কবর দে’, ‘কোটা প্রথার বিরুদ্ধে, ডাইরেক্ট একশান’, ‘আমাদের আন্দোলন চলবেই চলবে’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, যৌক্তিক এই কোটা আন্দোলন অংশগ্রহণ করার জন্য জিয়া হলের আবাসিক শিক্ষার্থী মাহফুজুল হক ছাত্রলীগ দ্বারা শারীরিক ভাবে লাঞ্ছনার শিকার। বিভিন্ন নারী শিক্ষার্থীদের কুরুচিপূর্ণ কথা বলা হচ্ছে। আন্দোলনের সমন্বয়কদের বিভিন্ন হুমকি প্রদান করা হচ্ছে। তবে সকল ধরনের হুমকি অপেক্ষা করে তারা আন্দোলন অব্যাহত রাখার কথা জানান।
এদিকে কোটা নিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়ে রবিবার রাতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা প্রতিবাদের ভাষা হিসেবে নিজেকে রাজাকার বলে মিছিল করেন। যার প্রতিবাদে পাল্টা বিক্ষোভ মিছিল করে শাখা ছাত্রলীগ। এসময় সংগঠনটির নেতাকর্মীরা কোটা আন্দোলনকারীদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হুশিয়ারী দেয়। যা নিয়ে পাল্টা পাল্টি অবস্থানে দাঁড়িয়েছে কোটা আন্দোলনকারী শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগ।