বাংলাদেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা অনেকেরই রয়েছে বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।
শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে ফেনীর ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন:
“পার্বত্য চট্টগ্রামে সরকারিভাবে কোনো ইন্টারনেট বন্ধ করা হয়নি, বন্ধ করার প্রশ্নই উঠে না। বিচ্ছিন্নভাবে কিছু জায়গায় সমস্য হয়েছে, সেটিকে ফুলিয়ে বড় করা হচ্ছে। বাংলাদেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা অনেকেরই রয়েছে। এ জন্য, সবাইকে সতর্ক থাকতে হবে। পার্বত্য চট্টগ্রামের ইস্যু আমাদের অভ্যন্তরীণ ইস্যু। এটা আমাদের নিজেদেরই সমাধান করতে হবে।”