বাংলাদেশ দুই প্রকল্পে বিশ্বব্যাংকের কাছ থেকে ৯০০ মিলিয়ন বা ৯০ কোটি মার্কিন ডলার ঋণ পাবে। রোববার (২২ ডিসেম্বর) বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয় এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।
রেজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়ন করবে। এই প্রকল্পের জন্য বিশ্বব্যাংক ৪০০ মিলিয়ন ডলার ঋণ দেবে। এটি বাংলাদেশের শহর ও পৌরসভাগুলোর মৌলিক সেবা, সুশাসন এবং আর্থিক ব্যবস্থাপনা উন্নয়নে কাজ করবে। পাশাপাশি, প্রকল্পটি টেকসই পরিকল্পনা ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম শক্তিশালী করার মাধ্যমে নগর ব্যবস্থাকে জলবায়ু সহিষ্ণু করতে ভূমিকা রাখবে। এতে ৮১টি পৌরসভা ও ৬টি সিটি করপোরেশনের ১ কোটি ৭০ লাখ বাসিন্দা সরাসরি উপকৃত হবে।
অপর এক প্রকল্প বাংলাদেশ গ্রিন অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্ট প্রোগ্রাম, জলবায়ু-সহিষ্ণু উন্নয়ন এবং অর্থনৈতিক খাতের নীতিগুলোকে শক্তিশালী করতে কাজ করবে। এই প্রকল্পের আওতায় বাংলাদেশ ৫০০ মিলিয়ন ডলার ঋণ পাবে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অধীনে বাস্তবায়িত এই প্রকল্পের উদ্দেশ্য হলো অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখা এবং আর্থিক খাতের উন্নয়ন।
ঋণচুক্তি সই করেছেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং বিশ্বব্যাংকের ঢাকা অফিসের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেক।
বিশ্বব্যাংক স্বাধীনতার পর থেকে বাংলাদেশের অন্যতম বড় উন্নয়ন সহযোগী। এ পর্যন্ত ৪৩ বিলিয়ন ডলারেরও বেশি অর্থায়ন করেছে সংস্থাটি। বর্তমানে স্বাস্থ্য, শিক্ষা, অবকাঠামো, সামাজিক সুরক্ষা, জলবায়ু পরিবর্তনসহ ৫২টি প্রকল্পে বিশ্বব্যাংকের ১৮ বিলিয়ন ডলার অর্থায়ন চলছে।
বিএন