বিশেষ প্রতিনিধি: চলতি বছর বাংলাদেশের উন্নয়ন প্রকল্পের জন্য ১ বিলিয়ন মার্কিন ডলার ঋণ দেওয়ার পরিকল্পনা করছে ব্রিকস জোটভুক্ত নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি)। এর মধ্যে এক্সপ্যান্ডেড ঢাকা সিটি ওয়াটার সাপ্লাই রেজিলিয়েন্ট প্রকল্প-এর জন্য ইতোমধ্যে ৩২০ মিলিয়ন ডলার অনুমোদন করা হয়েছে।
তবে বাংলাদেশের উন্নয়ন চাহিদার কথা বিবেচনায় রেখে এই অর্থায়ন তিন গুণেরও বেশি বাড়ানোর পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।
এনডিবির ভাইস প্রেসিডেন্ট ভ্লাদিমির কাজবেকভ ঢাকায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে এ কথা জানান।
ভ্লাদিমির কাজবেকভ বলেন:
❝বাংলাদেশের গ্যাস খাতের অবকাঠামো উন্নয়নে এনডিবির হয়ে আমরা বড় ধরনের সহায়তার আশ্বাস দিচ্ছি। এ ছাড়া, এ দেশের বেসরকারি খাতের সক্ষমতা বৃদ্ধিতেও বৃহৎ পরিসরে ঋণ দেওয়ার বিষয়েও আগ্রহী আমরা। এনডিবি বর্তমানে বহুমুদ্রাভিত্তিক ঋণ কার্যক্রম চালু করেছে, যা বাংলাদেশের জন্য ইতিবাচক হবে বলে আমার বিশ্বাস।❞
প্রধান উপদেষ্টা এনডিবির ভূমিকাকে স্বাগত জানিয়ে বলেন:
❝বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে এনডিবির এ ধরনের পদক্ষেপ উল্লেখযোগ্য অবদান রাখতে পারে। বিশেষ করে সামাজিক অবকাঠামো ও আবাসন খাতে এ ঋণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা আশা করি, এর সঙ্গে সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে কর্মরত শ্রমিকদের জন্যও ঋণ জোরদারে এগিয়ে আসবে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক।❞
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী এনডিবিকে বাংলাদেশের জন্য একটি ‘কান্ট্রি স্ট্র্যাটেজি প্রোগ্রাম’ চালুর আহ্বান জানান, যেন তাদের অর্থায়ন দেশের উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি-সংক্রান্ত প্রধান সমন্বয়ক লামিয়া মোরশেদ।