ঝিনাইদহের মহেশপুর উপজেলার পলিয়ানপুর সীমান্তে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক ওয়াসিম নামে এক বাংলাদেশি যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহত ওয়াসিম উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের রমজান আলীর ছেলে।
গত ৮ এপ্রিল ওয়াসিম সীমান্ত পেরিয়ে ভারতে যান। ফেরার সময় বিএসএফ ধাওয়া করলে অন্যরা পালিয়ে এলেও ধরা পড়েন ওয়াসিম। পরে তাকে নির্যাতন করে হত্যা করে লাশ ইছামতী নদীতে ফেলে দেয় বিএসএফ। শুক্রবার (১১ এপ্রিল) নদীতে ভেসে ওঠে লাশটি। তবে লাশটি নদীর ভারতের অংশে থাকায় এখনও স্বজনদের কাছে হস্তান্তর করা সম্ভব হয়নি।
ওয়াসিমের বড় ভাই মেহেদী হাসান জানান, ভাই তিন-চার দিন ধরে নিখোঁজ ছিলেন। পরে জানতে পারেন, তিনি সীমান্ত পারাপারের কাজে জড়িত ছিলেন এবং ভারতে গিয়ে ধরা পড়েন।
এ বিষয়ে খালিশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম জানান, লাশ উদ্ধার সম্ভব হয়নি, তবে বিএসএফকে জানানো হয়েছে। লাশটি বাংলাদেশি কি না, তা এখনো নিশ্চিত নয়।
মহেশপুর থানার ওসি ফয়েজ উদ্দিন জানান, বিষয়টি সীমান্তসংক্রান্ত হওয়ায় বিজিবি প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। ঘটনাটি স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।