বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটি স্টেট ডিপার্টমেন্টের মুকপাত্র ম্যাথিউ মিলার। বৃহস্পতিবার (৮ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
দৈনিক সংবাদ সম্মেলনে ম্যাথিউ মিলার বলেন, “আমরা বাংলাদেশে চলমান ঘটনাবলীর দিকে নজর রাখছি এবং দেশটিতে অন্তর্বর্তীকালীন সরকারের নেতা হিসেবে মুহাম্মদ ইউনূসকে নিয়োগের বিষয়ে অবহিত হয়েছি। আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে দীর্ঘমেয়াদী শান্তি ও রাজনৈতিক স্থিতিশীলতা আনয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণে আমরা অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করতে প্রস্তুত।”
এ দিকে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ফ্রান্সের প্যারিস হতে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। এর আগে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অন্তর্বর্তীকালীন সরকার বৃহস্পতিবার রাত ৮টার দিকে শপথ নেবে বলে জানান। এ সময়, উপদেষ্টা পরিষদে ১৫ সদস্য থাকতে পারে বলেও উল্লেখ করেন তিনি।
বিডিএন৭১/রুশু