বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে নতুন মাইলফলক স্পর্শ করলেন হাভিয়ের কাবরেরা। ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ডাগআউটে দাঁড়িয়ে তিনি গড়লেন নতুন রেকর্ড। এটি ছিল তার ৩০তম ম্যাচ, যা বাংলাদেশের কোচ হিসেবে সর্বোচ্চ দায়িত্ব পালনের রেকর্ড। এর আগে ২৯ ম্যাচের দায়িত্ব পালন করে এ তালিকায় শীর্ষে ছিলেন জেমি ডে।
২০১৮ সালের মে থেকে ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ দলের কোচ ছিলেন জেমি ডে। তার অধীনে বাংলাদেশ ২৯টি ম্যাচ খেলেছিল, যেখানে ৯টি জিতেছিল এবং ১৫টি হেরেছিল। অন্যদিকে, ২০২২ সালের ৮ জানুয়ারি দায়িত্ব নেওয়া কাবরেরার অধীনে বাংলাদেশ এখন পর্যন্ত ৩০ ম্যাচ খেলেছে, যেখানে জয় এসেছে ৮টিতে, ড্র ৭টি, আর হার ১৭টি।
জয়ের সংখ্যায় সামান্য এগিয়ে থাকলেও সাফল্যের বিচারে কাবরেরা এগিয়ে। জেমির অধীনে বাংলাদেশের সেরা সাফল্য ছিল সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্ব পর্যন্ত যাওয়া, যেখানে কাবরেরার কোচিংয়ে ২০২৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালে পৌঁছায় বাংলাদেশ।
তবে জেমি ডে’র আরেকটি বড় অর্জন ছিল ২০১৮ সালে জাকার্তা এশিয়ান গেমসে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো গ্রুপ পর্ব পেরিয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠা।
জেমির বিদায়ের পর বাংলাদেশ দল কিছুদিন অন্তবর্তীকালীন কোচদের অধীনে ছিল। অস্কার ব্রুজনের অধীনে ৪ ম্যাচে ১ জয় ও মারিও লেমোসের অধীনে ৩ ম্যাচে ১ জয় পায় বাংলাদেশ। এরপর ২০২২ সালে কাবরেরা দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত দলের দায়িত্বে আছেন।