অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, বাংলাদেশের তরুণ প্রজন্ম ধর্মীয় বিষয়ে উদার এবং পক্ষপাতহীন দৃষ্টিভঙ্গি পোষণ করে। তারা দেশকে নতুনভাবে গড়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
ব্রিটিশ সাময়িকী ‘দ্য ইকোনমিস্ট’-কে দেওয়া এক সাক্ষাৎকারে শুক্রবার (২০ ডিসেম্বর) তিনি এসব কথা বলেন।
ড. ইউনূস বলেন, দেশের সাম্প্রতিক পরিবর্তনে আমরা অত্যন্ত গর্বিত, যা তরুণদের নেতৃত্বে সম্ভব হয়েছে। বিশেষ করে ছাত্রদের অবদানে বাংলাদেশে একটি নতুন অধ্যায় শুরু হয়েছে। তিনি বলেন, তরুণদের উদ্যম এবং উদার মানসিকতা নিশ্চিত করে যে বাংলাদেশে ইসলামি চরমপন্থার সম্ভাবনা নেই।
সাক্ষাৎকারে যখন প্যাট্রিক ফোলিস ইসলামি চরমপন্থার ঝুঁকি নিয়ে ভারতের ও যুক্তরাষ্ট্রের সতর্কতার প্রসঙ্গ তোলেন, তখন ড. ইউনূস বলেন, এমন কিছু ঘটার শঙ্কা নেই। তরুণরা চরমপন্থা নয়, বরং উদার ও আধুনিক বাংলাদেশ গঠনে আগ্রহী।
তিনি আরও বলেন, তরুণ ও বিশেষ করে তরুণীদের সম্ভাবনা কাজে লাগানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের সাম্প্রতিক পরিবর্তনে তরুণীদের ভূমিকা উল্লেখযোগ্য ছিল। তাই তাদের স্বপ্ন পূরণের পথ তৈরি করাই ভবিষ্যৎ বাংলাদেশের প্রধান চ্যালেঞ্জ।