বিশ্ব পানি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, আগামী ১৪ এপ্রিলের মধ্যে দেশের নদীগুলোর স্থানীয় নামসহ একটি পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে।
শনিবার (২২ মার্চ) রাজধানীর পানি ভবনে অনুষ্ঠিত এই সভায় নদী দূষণ, দখলদারিত্ব রোধ এবং ভূগর্ভস্থ পানির সঠিক ব্যবহারের গুরুত্ব নিয়ে আলোচনা হয়।
এ সময় রিজওয়ানা হাসান জানান, জাতীয় পানি সম্পদ পরিকল্পনা এবং পানি নীতির হালনাগাদ করা জরুরি। পাশাপাশি, আসন্ন বর্ষা মৌসুমে বন্যা ও জলোচ্ছ্বাস মোকাবিলার প্রস্তুতি পরিকল্পনা এপ্রিলের মধ্যেই চূড়ান্ত করার প্রয়োজনীয়তা রয়েছে।
তিনি আরও জানান, পানি উন্নয়ন বোর্ডের প্রশাসনিক সংস্কার দরকার। সেইসঙ্গে, ঢাকার চারটি নদীসহ দেশের ১০টি নদীর উন্নয়নকাজ জুনের মধ্যে শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে।