ভারতীয় বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান আদানি পাওয়ার বাংলাদেশকে পুনরায় ১,৬০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করতে সম্মত হয়েছে। তবে, বিদ্যুতের মূল্যছাড় ও কর-সুবিধার বিষয়ে বাংলাদেশের অনুরোধ মানতে প্রতিষ্ঠানটি রাজি হয়নি।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের বরাতে এ তথ্য জানিয়েছে দি ইন্ডিয়ান এক্সপ্রেস।
গৌতম আদানির মালিকানাধীন আদানি পাওয়ার গত বছরের ৩১ অক্টোবর বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নামিয়ে আনে। তখন বাংলাদেশের পক্ষ থেকে পাওনা পরিশোধে দেরি এবং শীতকালীন কম চাহিদার কথা উল্লেখ করে অর্ধেক বিদ্যুৎ গ্রহণের অনুরোধ জানানো হয়। এর ফলে ১ নভেম্বর আদানি পাওয়ার তাদের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ করে দেয়।
তবে শীত শেষে বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) আদানি পাওয়ারের কাছে আবারও পুরো বিদ্যুৎ সরবরাহের অনুরোধ জানায়। সেই অনুরোধের পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটি আগামী সপ্তাহ থেকে পূর্ণ ১,৬০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করতে রাজি হয়েছে।
উল্লেখ্য, ভারতের ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত আদানি পাওয়ারের এই বিদ্যুৎকেন্দ্র থেকে কেবল বাংলাদেশেই বিদ্যুৎ সরবরাহ করা হয়ে থাকে।
আরইউএস