মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে আবারও বাংলাদেশ প্রসঙ্গে প্রশ্ন উঠেছে। তবে সরাসরি জবাবের বদলে ওয়াশিংটন কূটনৈতিক সমাধানের ওপর জোর দিচ্ছে বলে মন্তব্য করেন দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস।
সোমবার (২৪ মার্চ) স্থানীয় সময় এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি জানান, ট্রাম্প প্রশাসন এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সব ধরনের সমস্যার কূটনৈতিক সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ।
সাংবাদিকের প্রশ্নে বলা হয়, বাংলাদেশের সেনাপ্রধান ইসলামি চরমপন্থিদের সম্ভাব্য হামলা নিয়ে সতর্ক করছেন। পাশাপাশি জানতে চাওয়া হয়, সন্ত্রাসবাদ দমনে যুক্তরাষ্ট্র কী পদক্ষেপ নিচ্ছে যাতে বাংলাদেশ আরেকটি আফগানিস্তানে পরিণত না হয়। এছাড়া, ড. মুহাম্মদ ইউনূসের বিষয়ে এবং বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় মার্কিন ভূমিকা সম্পর্কেও প্রশ্ন করা হয়।
এ প্রসঙ্গে ট্যামি ব্রুস বলেন:
❝যুক্তরাষ্ট্র তার বন্ধু দেশগুলোর কাছ থেকে কী আশা করে, সেটাই এখানে মূল বিষয়। তিনি আরও উল্লেখ করেন যে, প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী কূটনৈতিক সমাধানের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং বিশ্বজুড়ে বন্ধুপ্রতিম দেশগুলোর সঙ্গে খোলামেলা আলোচনায় গুরুত্ব দেন।❞
তিনি বলেন, যুক্তরাষ্ট্র প্রত্যাশা করে যে সব দেশ, বিশেষ করে বাংলাদেশসহ অন্যান্য রাষ্ট্র, মানবাধিকার সংরক্ষণে দায়িত্বশীল ভূমিকা পালন করবে এবং তাদের জনগণের ন্যায্য প্রত্যাশাকে সম্মান জানাবে।