বাংলাদেশ মিশনে হামলা, শান্তিপূর্ণ সমাধানের আহ্বান যুক্তরাষ্ট্রের
ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার বিষয়টি উঠে এসেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে। এ ঘটনায় মঙ্গলবার (১০ ডিসেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার সব পক্ষকে শান্তিপূর্ণ সমাধানের পথে হাঁটার আহ্বান জানিয়েছেন।
এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ম্যাথু মিলার বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে মতবিরোধ যেন শান্তিপূর্ণ উপায়ে সমাধান করা হয়, সেটাই যুক্তরাষ্ট্র প্রত্যাশা করে।
সম্প্রতি বাংলাদেশের অভ্যন্তরে রাজনৈতিক পরিস্থিতি এবং ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়নের প্রেক্ষাপটে এমন মন্তব্য আসে। শেখ হাসিনা সরকারের পতনের পর দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের অবনতি হয়েছে। একইসঙ্গে ভারতের ইসকন নেতা চিন্ময় দাসের গ্রেপ্তার এবং ত্রিপুরায় বাংলাদেশের মিশনে হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
বাংলাদেশ মিশনে হামলা আরও পড়ুন
আগরতলার হামলার ঘটনায় বাংলাদেশ কড়া প্রতিক্রিয়া জানিয়েছে এবং ভারতীয় হাইকমিশনারকে ডেকে ক্ষোভ প্রকাশ করেছে। ভারতও এ ঘটনার নিন্দা জানিয়েছে এবং হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারসহ কয়েকজন পুলিশ সদস্যকে বরখাস্ত করেছে।
এই টানাপোড়নের মধ্যে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি ঢাকা সফর করেন। সফরকালে তিনি অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন এবং দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে দিল্লির আগ্রহ প্রকাশ করেন।
আমাদের বিডিএন ৭১ ইউটিউব ঘুরে আসুন। তালেবান সরকারকে স্বীকৃতি দিতে আরেক ধাপ এগোল রাশিয়া আরো খবর পড়ুন ।