বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফার বাণিজ্য আলোচনা শেষ হয়েছে আংশিক অগ্রগতির মধ্য দিয়ে। আলোচনার তৃতীয় ও শেষ দিন শুক্রবার (১১ জুলাই) রাতে অনুষ্ঠিত হয়।
এতে উভয় দেশই বেশ কিছু বিষয়ে একমত হলেও, কিছু গুরুত্বপূর্ণ বিষয় এখনও অমীমাংসিত রয়ে গেছে।
তবে দুই পক্ষই সম্মত হয়েছে যে, আলোচনা অব্যাহত রাখতে আন্তঃমন্ত্রণালয় পর্যায়ে নিয়মিত যোগাযোগ চালু রাখা হবে। ভবিষ্যতের বৈঠক ভার্চুয়ালি এবং সরাসরি—দুই ধরনের ফর্ম্যাটেই হতে পারে।
আলোচনায় বাংলাদেশ পক্ষের নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। তাঁর সঙ্গে যুক্ত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ তৈয়ব, যারা ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হন।
আরও অংশগ্রহণ করেন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও নীতিনির্ধারকরা।
আলোচনার পর বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন এবং নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই একটি ইতিবাচক ও গঠনমূলক সমাধানে পৌঁছানো সম্ভব হবে। দ্রুতই আরও কিছু বৈঠক হওয়ার কথাও জানান তিনি।
এই তিনদিনের আলোচনার সমন্বয়ের দায়িত্বে ছিল ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশের দূতাবাস। আলোচনার ফলাফল পর্যালোচনা শেষে বাণিজ্য প্রতিনিধি দল শনিবার (১২ জুলাই) দেশে ফিরবে।