আলোচনা-সমালোচনার পর বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪-এর ঘোষিত তালিকা থেকে তিনজনের নাম বাদ দেওয়া হয়েছে। তারা হলেন— মোহাম্মদ হাননান, ফারুক নওয়াজ ও সেলিম মোরশেদ।
বুধবার (২৯ জানুয়ারি) বাংলা একাডেমির ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
২৩ জানুয়ারি ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪’ ঘোষণা করা হয়। তবে ২৫ জানুয়ারি কিছু অভিযোগের ভিত্তিতে তালিকাটি স্থগিত করা হয়।
বাংলা একাডেমি জানায়, তিন কার্যদিবসের মধ্যে তালিকা পুনর্বিবেচনা করে চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে।
২৮ জানুয়ারি ছিল পুনর্বিবেচনার শেষ দিন, তবে সময়সীমা পেরিয়ে ২৯ জানুয়ারি রাতে তিনজনকে বাদ দেওয়ার ঘোষণা আসে।
পূর্বের তালিকায় মুক্তিযুদ্ধ বিভাগে মনোনীত হওয়া মোহাম্মদ হাননান, শিশুসাহিত্য বিভাগে মনোনীত হওয়া ফারুক নওয়াজের নাম নতুন তালিকায় বাদ দেওয়া হয়েছে। এ ছাড়া, কথাসাহিত্য বিভাগে মনোনীত হওয়া সেলিম মোরশেদ ২৭ জানুয়ারি স্বেচ্ছায় পুরস্কার প্রত্যাখ্যান করেন।
চূড়ান্তভাবে পুরস্কারপ্রাপ্তরা হলেন মাসুদ খান (কবিতা), শুভাশিস সিনহা (নাটক ও নাট্যসাহিত্য), সলিমুল্লাহ খান (প্রবন্ধ/গদ্য), জি এইচ হাবীব (অনুবাদ), মুহম্মদ শাহজাহান মিয়া (গবেষণা), রেজাউর রহমান (বিজ্ঞান) ও সৈয়দ জামিল আহমেদ (ফোকলোর)।
বাংলা একাডেমি কর্তৃপক্ষ জানিয়েছে, পুনর্বিবেচনার পর এই তালিকাই চূড়ান্ত। এই তালিকায় থাকা ব্যক্তিদেরই শীঘ্রই পুরস্কার বিতরণ করা হবে।
আরইউএস