বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ছাত্রদের থাকার সুবিধা বৃদ্ধির লক্ষ্যে ১২০০ আসন বিশিষ্ট ১০ তলা ছাত্র হল নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
১৭১৮০ বর্গমিটার এলাকা নিয়ে নির্মিত এই হলের প্রাক্কলিত খরচ ৮৬ কোটি ৯৪ লক্ষ টাকা হলেও প্রকৃত কাজের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান নুরানী কনস্ট্রাকশন লিমিটেড, ঢাকা, ৭৮ কোটি ২৪ লক্ষ ৬০ হাজার ৬৭৭ টাকায় কার্যাদেশ পেয়েছে। নির্মাণ কাজ বাস্তবায়িত হবে বাকৃবির প্রকৌশল শাখার তত্ত্বাবধানে।
বুধবার ১২ ফেব্রুয়ারি দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া ‘শহীদ জামাল হোসেন’ ছাত্র হলের পুনর্নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করেন।
এ সময় উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, বাউরেস পরিচালক অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন, পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক প্রফেসর ড. মো. মোশাররফ উদ্দীন ভূঞা, ট্রেজারার অধ্যাপক ড. হুমায়ুন কবির, জামাল হোসেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ শাহজাহান মঞ্জিল, প্রধান প্রকৌশলী ভারপ্রাপ্ত মোহাম্মদ আতিকুর রহমান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মুহঃ এনামুল হকসহ অন্যান্য আমন্ত্রিত শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ।
আরাফাত/আরইউএস