বাগেরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার ফকরুল আলম (৬২)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। ৯ ফেব্রুয়ারি রোববার গভীর রাতে বাগেরহাট শহরের খারদ্বার এলাকার তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এটি অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে পরিচালিত হয়।
সরদার ফকরুল আলম আওয়ামী লীগ সরকারের পতনের পর বাগেরহাটে সংঘটিত হামলা, ভাঙচুর, গুলিবর্ষণ, বোমা বিস্ফোরণসহ বেশ কয়েকটি মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে উল্লেখিত ছিলেন।
বাগেরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ-উল-হাসান বলেন, “অস্থিতিশীল পরিবেশ রক্ষা করতে চলা অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে গভীর রাতে ফকরুল আলমকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং সোমবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।”