বলিউডের জনপ্রিয় কৌতুক অভিনেতা রাজপাল যাদব ক্যারিয়ারে অসংখ্য সিনেমায় অভিনয় করে দর্শকদের মনোরঞ্জন করেছেন। কিন্তু বর্তমানে তিনি কোটি টাকার ব্যাংক ঋণের কারণে সমস্যায় পড়েছেন। ঋণ পরিশোধ না করায় সেন্ট্রাল ব্যাংক অব ইন্ডিয়া রাজপাল যাদবের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে।
জানা যায়, সেন্ট্রাল ব্যাংক অব ইন্ডিয়ার মুম্বাইয়ের বান্দ্রা কুরাল কমপ্লেক্স শাখা থেকে রাজপাল যাদব ৩ কোটি রুপি ঋণ নিয়েছিলেন। উত্তর প্রদেশের শাহজাহানপুরে তার বাবা নওরাং যাদবের সম্পত্তি বন্ধক রেখে এই ঋণ নেওয়া হয়। তবে ঋণের অর্থ পরিশোধ না করায় ঋণের পরিমাণ বর্তমানে ১১ কোটি রুপি দাঁড়িয়েছে।
৮ আগস্ট ব্যাংকের একটি টিম শাহজাহানপুরে গিয়ে বন্ধক রাখা সম্পত্তি বাজেয়াপ্ত করে।
প্রসঙ্গত, রাজপাল যাদবের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘চান্দু চ্যাম্পিয়ন’। বর্তমানে তার হাতে কয়েকটি সিনেমার কাজ রয়েছে, যার মধ্যে অন্যতম হলো— ‘ভুলভুলাইয়া থ্রি’।
এমএ//