মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) বিভাগের আয়োজনে বায়োটেকনোলজি ক্ষেত্রে চাকুরীতে বিদ্যমান বৈষম্য নিরসন ও সংশ্লিষ্ট জাতীয় প্রতিষ্ঠান সমূহে বায়োটেক গ্রাজুয়েট নিয়োগের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকাল ৩ টা ৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রথম একাডেমিক ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. এ কে এম মহিউদ্দিন বলেন,’বাংলাদেশ থেকে অনেক বায়োটেক গ্র্যাজুয়েট বের হচ্ছে। তাদের কর্মপরিধি প্রসারিত হচ্ছে না। একইসাথে পলিসি মেকিং এ বায়োটেক গ্র্যাজুয়েট না থাকার কারণে তাদের কর্মপরিধি যেমন প্রসারিত হচ্ছে না তেমনি বিভিন্ন জায়গায় বায়োটেক গ্র্যাজুয়েটদের সুবিধা বা তাদের কর্মক্ষেত্র থাকার পরও তারা নিয়োগ পাচ্ছে না। এই বিষয়টা আমরা জাতির কাছে উপস্থাপন করছি যেন তাদের ক্ষেত্রে এই বৈষম্যতা না থাকে।’
বিজিই বিভাগের আরেক প্রফেসর ড. মো. মাসুদার রহমান বলেন,’ত্রিশ বছর অতিক্রম করার পরও বায়োটেকনোলজি গ্র্যাজুয়েটদের যথাযথ মূল্যায়ন হচ্ছে না দেশে। বায়োটেকনোলজি গ্র্যাজুয়েটদের যদি যথাযথ মূল্যায়ন করা হয় তাহলে তারা ইকোনমিতে এবং বাংলাদেশের ডেভেলপমেন্টে অনেক অবদান রাখতে পারে। আমরা চাই বায়োটেকনোলজি যে বৈষম্য ও পক্ষপাতমূলক আচরণের শিকার হয়েছিল, সেখান থেকে বের হয়ে বায়োটেকনোলজিতে তাদের যোগ্যতা অনুসারে বিভিন্ন নীতি নির্ধারক পর্যায় থেকে শুরু করে বিভিন্ন জব সেক্টরে তাদের সুবিধা দেয়া হোক এবং এটা অনতিবিলম্বে এই ব্যবস্থা গ্রহণ করা হোক।