নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত হওয়ার পর এই প্রথম নীরবতা ভাঙলেন শেখ হাসিনা। তাকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের মতো বিদেশি শক্তিগুলোর ষড়যন্ত্র রয়েছে বলে তুলেছেন অভিযোগ। এছাড়াও, তার বার্তায় বিদেশি শক্তির দ্বারা ‘ব্যবহৃত’ না হওয়ার জন্য নতুন অন্তর্বর্তী সরকারকে সতর্ক করেছেন।
শনিবার (১০ আগস্ট) তাঁর দলের নেতা-কর্মীদের উদ্দেশে একটি বার্তা দিয়েছেন শেখ হাসিনা। ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট এর নজরে আসে বার্তাটি।
বাংলাদেশে বর্তমান রাজনৈতিক সংকটের পেছনে ‘বিদেশি শক্তির হাত’ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে ভারত সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়ার অল্প কিছু দিনের মধ্যেই এমন কথা প্রকাশ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাষ্ট্রের হাতে সেন্ট মার্টিন ও বঙ্গোপসাগর ছেড়ে দিলে ক্ষমতায় থাকতে পারতেন বলে দাবি করেন তিনি।
দীর্ঘ সময় ধরেই যুক্তরাষ্ট্রের সঙ্গে শেখ হাসিনা সরকারের টানাপোড়েন চলছিল। জানুয়ারিতে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে শেখ হাসিনা বলেছিলেন,যুক্তরাষ্ট্র বিমানঘাঁটি স্থাপন করার প্রস্তাব দিয়েছিলো তাকে।
সাবেক প্রধানমন্ত্রী বলেছেন, লাশের মিছিল যাতে দেখতে না হয়, সে জন্য তিনি পদত্যাগ করেছেন। তারা শিক্ষার্থীদের লাশের ওপর দিয়ে ক্ষমতায় আসতে চেয়েছিল। তিনি তা হতে দেননি।এছাড়াও,দলের নেতাকর্মীদের মনোবল ধরে রাখতে বলেছেন তিনি। আওয়ামী লীগ বারবার ঘুরে দাড়িয়েছে বলেও মন্তব্য করেন শেখ হাসিনা।
বখতিয়ার/আরএ