মোহাম্মদ নিলয়,
ক্রীড়া প্রতিবেদকঃ
গত সপ্তাহের রোমাঞ্চকর প্রথম লেগের পর, ইউরোপীয়ান ফুটবলের দুই জায়ান্ট ইন্টার মিলান এবং বার্সেলোনা আবারও মাঠে নামতে যাচ্ছে। সান সিরো স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় মঙ্গল রাত ১ টায়। প্রথম লেগে বার্সারা হোম গ্রাউন্ড ৩-৩ গোলের ড্র হওয়ায় দ্বিতীয় লেগের ম্যাচটি ঘিরে বিরাজ করছে চরম উত্তেজনা। কারণ উভয় দলই তাদের ফাইনালে পৌঁছানোর লক্ষ্য নিয়ে মাঠে নামবে। সান সিরোতে এই ফিরতি লেগটি চূড়ান্তভাবে নির্ধারণ করবে কে পৌঁছাবে ফাইনালে এবং কার স্বপ্ন থাকবে চ্যাম্পিয়নস ট্রফি থেকে মাত্র এক ম্যাচ দূরে থাকার। ঘরের মাঠে ইন্টার মিলান কতোটা শক্তিশালী কিংবা বার্সেলোনা কি পারবে ইন্টার মিলানকে হারিয়ে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে পৌঁছাতে? আজকের স্পোর্টস এনালিসিসের আলোচনায় জানাবো সেটি সঙ্গে রয়েছি আমি মোহাম্মদ নিলয়।
প্রথম লেগে বার্সেলোনা এবং ইন্টার মিলান চরম প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ খেলা উপহার দিয়েছে। ম্যাচের শুরুতেই মারকাস থুরামের অসাধারণ ৩০ সেকেন্ডে করা গোল যা চ্যাম্পিয়নস লিগ ইতিহাসেরই দ্রুততম গোলের রেকর্ড। এরপর, ডেনজেল ডাম্পফ্রিজের দুটি গোল করেন, নিজেদের মাঠে বিষয়টি ভালোভাবে নেনন বার্সার খেলোয়াড়রা। ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনহা এবং তরুণ লামিনে ইয়ামালের অসাধারণ ট্রাকটিসে সমতায় ফেরে কাতালান ক্লাবটি। নিজেদের মাঠে জয়ের আশায় ছিলো বার্সার সাপোর্টাররা। তাই ইন্টার মিলানের মাঠে জয়ের জন্য বেশ কাঠখড় পুড়তে হবে স্প্যানিশ এই ক্লাবটির।
হোম গ্রাউন্ডে বার্সাকে হারাতে বদ্ধ পরিকর ইন্টার মিলানও। ইন্টার মিলানের অতীত রেকর্ডও তাদের পক্ষেই কথা বলছে। কারণ ২০১০ সালে সেমিফাইনালে বার্সেলোনাকে হারিয়েই চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল জিতেছিলো সিমোন ইনজাঘির দল। বর্তমানে দারুণ ছন্দে রয়েছে ইন্টার মিলান। এখন পর্যন্ত মাত্র ৫ টি গোল খেয়েছে ইংলিশ এই ক্লাবটি। আর সান সিরোতে টানা ১৫ ম্যাচ অপরাজিত এবং ১২ জয়ের রেকর্ড রয়েছে দলটির। ইন্টার দলের দুর্দান্ত শক্তি তাদের আক্রমণভাগে এবং মাঝমাঠ, যেখানে থাকছেন দলের নির্ভরতার প্রতীক মারকাস থুরাম এবং ডেনজেল ডাম্পফ্রিজ। তাছাড়া, দলের অধিনায়ক সাম্প্রতিক সময়ে ইনজুরি সমস্যায় থাকলেও, তাদের শক্তিনিয়ে তারা আশাবাদী।
অন্যদিকে, বার্সেলোনা চলতি সিজনে রিয়াল মাদ্রিদকে হারিয়ে ইতিমধ্যে কোপা দেল রে জয় নিশ্চিত করেছে। লা লিগায় ও দেখিয়েছে বেশ চমক। তৃতীয় ট্রফির জন্যেও উন্মুখ হয়ে আছে হান্সি ফ্লিকের দল। এরপর ব্যালন ডি’রের দৌড়ে থাকা দুই দুটবলার রাফিনহা এবং লামিনে ইয়ামালও রয়েছে দুর্দান্ত ফর্মে। রাফিনহা লামিনে ইয়ামালের সঙ্গে আছেন পোলিশ তারকা লেভানডোভস্কি ও স্প্যানিস তারকা বালদে। বার্সার এই আক্রমণ ভাগের সামনে নতজানু থাকতে হবে ইন্টার ডিফেন্ডারদের। ইনজুরি কাটিয়ে ফিরছেন বার্সার নিয়মিত গোলরক্ষকও। সব মিলিয়ে হান্সি ফ্লিক ইন্টারের মাঠে জয়ের জন্য বেশ আত্মবিশ্বাসী। ইনজুরির কারণে আর্জেন্টাইন তারকা লাউতারো মার্টিনেজকে ছাড়াই মাঠে নামবে কাতালান জায়ান্টরা।
তবে বার্সেলোনা ও ইন্টার মিলানের ফিরতি লেগের আগেই বিতর্ক শুরু হয়েছে ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা পোলিশ রেফারি সিমন মারচিনিয়াকের বিরুদ্ধে। পোলিশ এই রেফারি ক্যারিয়ারের বিভিন্ন সময়ে একাধিক বিতর্কিত সিদ্ধান্তের জন্য পরিচিত, যার বেশিরভাগই গেছে রিয়াল মাদ্রিদের পক্ষে অথবা তাদের প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে। সেই রেফারিই নিযুক্ত হয়েছেন বার্সেলোনা ও ইন্টার মিলানের মধ্যকার সেমি-ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে। তাতে দুশ্চিন্তা বেড়েছে কাতালান শিবিরে।