জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীরা বার কাউন্সিল পরীক্ষার ফি কমানো এবং বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে (বিজেএস) নন-ক্যাডার পদ চালুর দাবিতে মানববন্ধন করেছেন।
১০ মার্চ ২০২৫, সোমবার বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের “চির উন্নত মম শির” এর সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে আইন বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা অংশ নেন।
মানববন্ধনে আইন অনুষদের শিক্ষার্থী তৈয়ব শাহানুর বলেন, “চার হাজার টাকার বেশি ফি অযৌক্তিক। এই ফি কমাতে হবে এবং বিজেএসে নন-ক্যাডার পদ চালু করতে হবে।”
মানববন্ধনে আইন অনুষদের শিক্ষার্থী সাবা বলেন, “সরকারি চাকরির অন্যান্য পরীক্ষার ফি ২০০-৩০০ টাকা, সেখানে বার কাউন্সিল পরীক্ষার ফি অতিরিক্ত। এটি শিক্ষার্থীদের জন্য বড় চাপ।”
আরেক শিক্ষার্থী বলেন, “বিজেএস পরীক্ষায় আসন সংখ্যা সীমিত। নন-ক্যাডার না থাকায় অনেক শিক্ষার্থী বাদ পড়ে। ফি কমানো ও নন-ক্যাডার চালু হওয়া জরুরি।”
শিক্ষার্থীরা জানান, ন্যায়সংগত দাবির স্বার্থে বার কাউন্সিলের ফি কমানো এবং বিজেএসে নন-ক্যাডার পদ চালু করতে হবে।