মোহাম্মদপুর শাহাজালাল হাউজিং সামনে রমজান বাসের সাথে মুখোমুখী সংঘর্ষে নিহত হন একজন মোটরসাইকেল আরোহী।
সোমবার (২রা ডিসেম্বর) সকালে হেডহান্টারস বিডি লিমিটেড কোম্পানির কর্মরত মো: রাকিবুল ইসলাম মোটরবাইক আরোহী রমজান বাসের চাপায় সংঘর্ষে নিহত হন।
পরে ঘটনাস্থলে স্থানীয় লোকজন ও পুলিশ নিহত ব্যাক্তিকে উদ্ধার করে। এসময় তার আইডি কার্ড দেখে তার পরিচয় শনাক্ত করা হয়। তবে ঘাতক বাসের চালক পালিয়ে যান।