বাসে ডাকাতি ও শ্লীলতাহানি: সাভার থেকে গ্রেপ্তার ৩
রাজশাহীগামী একটি চলন্ত বাসে ডাকাতি ও নারীর শ্লীলতাহানির ঘটনায় মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যেই তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার বিকেলে ঢাকার সাভারের গেন্ডা এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার লাউতারা গ্রামের মো. শহিদুল ইসলাম ওরফে মহিদুল (২৯), শরীয়তপুরের জাজিরা থানার রামকৃষ্ণপুর গ্রামের মো. সবুজ (৩০) এবং সাভার পৌরসভার টান গেন্ডা গ্রামের মো. শরীফুজ্জামান ওরফে শরীফ।
শনিবার সকাল ১১টায় টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ১৮ ফেব্রুয়ারি রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে ডাকাতি ও এক নারীর শ্লীলতাহানির ঘটনা ঘটে। এরপর শুক্রবার রাত ২টার দিকে ভুক্তভোগী যাত্রী ওমর আলী মির্জাপুর থানায় মামলা দায়ের করেন।
মামলার পরপরই পুলিশ সুপার মিজানুর রহমানের নির্দেশনায় মির্জাপুর থানা পুলিশ ও টাঙ্গাইলের গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সাভারের গেন্ডা এলাকায় অভিযান চালিয়ে বিকেল সাড়ে ৫টায় তিনজনকে গ্রেপ্তার করে।
তাদের কাছ থেকে ৩টি মোবাইল ফোন, ১টি ছুরি এবং ২৯,৩৭০ টাকা উদ্ধার করা হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, গ্রেপ্তাররা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। এর মধ্যে মো. শহিদুল ইসলামের বিরুদ্ধে সিরাজগঞ্জের উল্লাপাড়া ও সাভার মডেল থানায় বাস ডাকাতির দুটি মামলা রয়েছে, সর্বমোট তার বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই আহসান জানান, গ্রেপ্তারকৃত সবুজ ও শরীফ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হয়েছেন। অন্যদিকে, শহিদুল ইসলামকে আরও জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে।