শেরপুরের ঝিনাইগাতী সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ জুলাই ২০২৫) বিকেলে ঝিনাইগাতী মডেল প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
ঝিনাইগাতী সদর ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছামিউল ইসলাম (সাদা) এর সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি শামীম আহমেদ।
আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি বলেন,আমরা শান্তিপূর্ণ আন্দোলনে“ বিশ্বাস করি। গণতন্ত্র পুনরুদ্ধারে জনগণকে সাথে নিয়ে আমরা রাজপথে থাকব, প্রয়োজন হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করব। “ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে তৃণমূল সংগঠনগুলোকে আরও সক্রিয় হতে হবে। সকলকে ঐক্যবদ্ধ হয়ে দলের জন্য কাজ করতে হবে।”
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা বিএনপির আহব্বায়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান।তিনি ঝিনাইগাতী উপজেলা বিএনপি এবং অংগ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী এবং সাধারণ ভোটারদের ঐক্যবদ্ধতা এবং শক্তিশালী করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করেন।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন এফ.এম. সুলতান মাহমুদ আহব্বায়ক কৃষক দল, ঝিনাইগাতী উপজেলা শাখা, মো. জহুরুল ইসলাম সাবেক আহব্বায়ক ওলামা দল, ঝিনাইগাতী উপজেলা শাখা, লুৎফর রহমান খান ইমন, সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক সেচ্ছাসেবক দল শেরপুর জেলা শাখা এবং হাসিন আরমান মাসুদ যুগ্ম আহ্বায়ক, শ্রমিক দল, ঝিনাইগাতী উপজেলা শাখা।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের প্রায় দুই শতাধিক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, বর্তমান দেশের সকল প্রকার দুঃশাসন থেকে মুক্ত করতে হলে আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে হবে। তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী করতে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন নেতৃবৃন্দ।
অনুষ্ঠানজুড়ে ছিল গাম্ভীর্যপূর্ণ পরিবেশ ও দলীয় শৃঙ্খলার এক অনন্য নিদর্শন। বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে ভবিষ্যৎ দেশ নায়ক তারেক রহমানের নেত্তৃতে জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।