রোববার (১০ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলায় বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের শতাধিক নেতাকর্মী বিএনপি থেকে পদত্যাগ করে আওয়ামী লীগে যোগ দিয়েছেন। এ সময় বিএনপির নেতাকর্মীরা আনুষ্ঠানিক দল ত্যাগের ঘোষণা দিয়ে সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে ফুলেল শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি রাশেদুল হক বিপ্লবের নেতৃত্বে ওই নেতাকর্মীরা আওয়ামী লীগে যোগদান করেন। এ সময় রাশেদুল হক বিপ্লব বলেন, ‘সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের সততা ও নিষ্ঠার কর্মফল দেখেই আমি আওয়ামী লীগে যোগদান করেছি। তিনি অনেক উপকার করেছেন। তার প্রতিদান দিতেই আওয়ামী লীগে যোগদান করেছি।’