দ্বিতীয় দিনের মতো বিএনপির সঙ্গে আলোচনা করবে কমিশন, সংস্কার প্রস্তাব নিয়ে মতামত নিতে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
রোববার (২০ এপ্রিল) সকাল ১১টায় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসবে বিএনপির প্রতিনিধি দল।
এর আগে গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) কমিশনের দেয়া সংস্কার প্রস্তাব নিয়ে প্রথম দফার বৈঠকে অংশ নেয় বিএনপির পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল। দলটির নেতৃত্ব দেন স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ।
এরও আগে, ২৩ মার্চ বিএনপি আনুষ্ঠানিকভাবে তাদের সংস্কার প্রস্তাব জমা দেয় কমিশনের কাছে।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে রাষ্ট্র সংস্কারে উদ্যোগ নেয়। এ লক্ষ্যে দুই ধাপে গঠন করা হয় ১১টি কমিশন। এসব কমিশনের সুপারিশের আলোকে জাতীয় ঐকমত্য গড়ে তুলতেই গত ১৫ ফেব্রুয়ারি ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে কাজ শুরু করে জাতীয় ঐকমত্য কমিশন।