যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কাজ করার অঙ্গীকার করেছেন, এখন বিএনপি কী বলবে, কোন আশায় বসে থাকবে? এমন প্রশ্ন রেখেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, বিএনপির সাথে জনগণও নেই, বিদেশিরাও নেই।যুক্তরাষ্ট্রের উপর ভরসা ছিলো, সেই ভরসা শেষ হয়ে গেলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র।
সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি পাঠিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন,চিঠিতে বাইডেন লিখেছেন, ‘প্রিয় মাননীয় প্রধানমন্ত্রী’উচ্চাভিলাষী অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্য পূরণে বাংলাদেশকে সমর্থন দিতে এবং একটি অবাধ ও মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চলের জন্য আমাদের অভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে বাংলাদেশের সঙ্গে অংশীদার হতে প্রতিশ্রুতিবদ্ধ।’
এই চিঠির বিষয় রোববার সামনে আসার পর ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, বাংলাদেশের যারা নির্বাচনে বিরোধিতা করেছে, নির্বাচন থেকে সরে গিয়ে প্রতিহত করার জন্য নানা ধরনের অপচেষ্টা চালিয়েছে; তারা প্রত্যাশা করেছে যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে থেকে নিষেধাজ্ঞা দিবে। ‘কিন্তু মাস পেরিয়ে গেছে। বরং শেখ হাসিনার সঙ্গে কাজ করার জন্য চিঠি দিয়ে অভিব্যক্তি জানিয়েছেন বাইডেন।বাইডেন তার চিঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেছেন। একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।