রুশাইদ আহমেদ: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেছেন, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) মতো সংগঠনেরা আমাদের বিশ্ববিদ্যালয়কে সুন্দর রাখে। বিএনসিসির কর্মকাণ্ডের সঙ্গে শিক্ষার্থীরা সম্পৃক্ত হলে ক্যাম্পাসের অপরাজনীতি ও অপসংস্কৃতি দূর হবে।
বুধবার (২৮ মে) সকালে একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে বেরোবি বিএনসিসি আয়োজিত প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ ২০২৪-২০২৫ সমাপনী অনুষ্ঠিত উপাচার্য এ সব কথা বলেন।
উপাচার্য বলেন, প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ গ্রহণের পর ক্যাডেটরা মানবিক কল্যাণে প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও অভিজ্ঞতাকে প্রয়োগ করতে পারলে এই কার্যক্রম সার্থক হবে। বিএনসিসির যে কোনো সৃষ্টিশীল কাজের সঙ্গে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসন পাশে থাকবে বলেও আশ্বস্ত করেন তিনি। পাশাপাশি, আগামীতে আরো বেশি সংখ্যক শিক্ষার্থী বিএনসিসির সঙ্গে সম্পৃক্ত হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
প্রসঙ্গত, প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণে তৃতীয় স্থান অধিকার করেন রংপুর কারমাইকেল কলেজের ক্যাডেট সার্জেন্ট তানজির হোসেন, দ্বিতীয় স্থান অধিকার করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাডেট সার্জেন্ট মোঃ হাসিবুল হাসান এবং প্রথম স্থান অধিকার করেন রংপুর কারমাইকেল কলেজের ল্যান্স কর্পোরাল সাইফুল্লাহ আত তালহা।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ৩২ বিএনসিসি ব্যাটালিয়ন মহাস্থান রেজিমেন্টের ভারপ্রাপ্ত কমান্ডার মেজর আবু রিফাত মোঃ মোতালেব, বেরোবি বিএনসিসি-এ পিইউও ইফফাত আরা বাঁধন, রংপুর সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (সিভিল সার্জন) ডা. স্নিগ্ধা দেবনাথ, মেডিকেল অফিসার (সিভিল সার্জন) ডা. আখতারুজ্জামান প্রমুখ। প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণে অংশ নেওয়া রংপুর শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩০ জন বিএনসিসি ক্যাডেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বেরোবি উপাচার্য প্রশিক্ষণপ্রাপ্ত বিএনসিসি ক্যাডেটদের মাঝে সনদপত্র ও সম্মাননা স্মারক প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোঃ ইলিয়াছ প্রামানিক।