রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি)আবাসিক হল বন্ধ ও পুলিশের গুলিতে শিক্ষার্থী নিহতের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করে ৫দফা দাবি উত্থাপন করেছে রাবির কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা। দাবি আদায়ের জন্য তারা বিকাল ৪টা পর্যন্ত আল্টিমেটাম দিয়েছে।
বুধবার(১৭জুলাই) দুপুর পৌনে ২টায় সৈয়দ নজরুল ইসলাম প্রশাসনিক ভবনের সামনে তাদের দাবি উত্থাপন করা হয়।
আন্দোলনকারী শিক্ষার্থী সালাউদ্দিন আম্মার বলেন,আমরা আমাদের দাবি আদায়ের আল্টিমেটাম দিয়েছিলা বিকাল ৪টা পর্যন্ত। আমরা ১০/১২ জন ভিসির অফিসে যাবো তিনি যদি আমাদের দানি মেনে নেয় বা নিয়েছে এমন বলে তাহলে তিনি আমাদের সকলের সামনে এসে ঘোষণা দিবে।আর যদি তা মেনে নেওয়া না হয় আমরা আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবো এবং আমাদের আন্দোলন চালিয়ে যাবো।
সরেজমিনে গিয়ে দেখা যায়,আজ সকাল থেকে তারা বিক্ষোভ মিছিল নিয়ে রাবির বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে ভিসির বাসভবন ও সৈয়দ নজরুল ইসলাম প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে।সেখানে তাদের দাবিগুলো উত্থাপন করেন।
দাবিগুলো হলো,১.কাম্পাসে সবধরণের ছাত্র রাজনীতি আজীবন নিষিদ্ধ চাই। মিলখিতভাবে আজ ২টার মধ্যে সিন্ডিকেটে পাশ করে প্রভোস্ট স্যারদের স্বাক্ষরিত বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। ক্যাম্পাসে যেনো কোনো সন্ত্রাসী (ছাত্রলীগ) ঢুকতে না পারে সে ব্যাবস্থা নিতে হবে। বন্ধুরন্ধু হলসহ যেসকল হল থেকে অস্ত্র উদ্দার হয়েছে/মীদের যেসকল হলের প্রভোস্টদের পদত্যাগ করতে হবে।
২.হল ভ্যাকান্সি দুপুর ২টার মধ্যে প্রত্যাহার করতে হবে। ক্যাম্পাস ছুটির সিদ্ধান প্রত্যাহার করতে হবে ২টার মধ্যে। যেন বালিকদের চিঠি দিয়ে মেসগুলো খোলার ব্যবসা করতে হবে।
৩। আজ দুপুর ২টার মধ্যে প্রশাসনিক ভাবে বিডিয়ার উপস্থিতিতে অভিযান চালিয়ে ক্যাম্পাকে নিরস্ত্র করতে হবে।
৪। চলমান আন্দোলনে অংশগ্রহনকারীদের যাতে কোনো ধরণের মামলা না হয় তা নিশ্চিত করতে হবে।
৫। হলের সাট ফাঁকা থাকা সাপেক্ষে প্রভোস্টকে ১ দিনের মধ্যে বিজ্ঞপ্তি দিয়ে সাধারণ ছাত্রদের হলের সীট বরাদ্দ দিতে হবে। দখলকৃত (ছাত্রলীগের) সীটগুলোতে সাধারণ ছাত্রদের জন্য গণরুমের ব্যবস্থা করতে হবে।
দীন ইসলাম
রাজশাহী বিশ্ববিদ্যালয়