যুক্তরাজ্যের অন্যতম পুরোনো পত্রিকা দ্য অবজারভার, যেটি ১৭৯১ সাল থেকে প্রতি রোববার প্রকাশিত হয়ে আসছে, বিক্রি হয়ে যাচ্ছে।
শুক্রবার (৬ ডিসেম্বর) সংবাদপত্রটির মালিক প্রতিষ্ঠান স্কট ট্রাস্ট ও গার্ডিয়ান মিডিয়া গ্রুপের (জিএমজি) বৈঠকের পর এই সিদ্ধান্তের ঘোষণা দেওয়া হয়।
টরটয়েস মিডিয়া নামের একটি নতুন প্রতিষ্ঠান দ্য অবজারভার কিনে নিচ্ছে। পাঁচ বছর আগে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠানটি পরিচালনা করছেন বিবিসি ও দ্য টাইমের সাবেক কর্মকর্তা জেমস হার্ডিং এবং যুক্তরাজ্যে সাবেক মার্কিন রাষ্ট্রদূত ম্যাথিউ বারজান।
অবজারভার কেনার ঘোষণায় জেমস হার্ডিং বলেছেন, পত্রিকাটিকে নতুনভাবে উপস্থাপনের সুযোগ পেয়ে তিনি গর্বিত। এর ঐতিহ্য ও মর্যাদা রক্ষা করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।
১৯৯৩ সাল থেকে গার্ডিয়ান মিডিয়া গ্রুপের মালিকানায় থাকা দ্য অবজারভারে বর্তমানে প্রায় ৭০ জন কর্মী কাজ করেন। পত্রিকার বিক্রি গত কয়েক বছরে কমে যাওয়ার বিষয়টি মাথায় রেখে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়। ২০২১ সালের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, প্রতি সপ্তাহে দ্য অবজারভারের প্রায় ১ লাখ ৩৬ হাজার কপি বিক্রি হতো।
দ্য গার্ডিয়ান জানিয়েছে, কর্মীরা চাইলে টরটয়েস মিডিয়ার অধীনে যোগ দিতে পারবেন। ফ্রিল্যান্স সাংবাদিকদের চুক্তিও আগামী বছরের সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে।
জিএমজির প্রধান নির্বাহী অ্যানা ব্যাটসন বলেছেন, এই বিক্রির ফলে পত্রিকাটির ভবিষ্যৎ সুরক্ষিত হবে এবং অনলাইন ও ছাপা সংস্করণে এর উদার সাংবাদিকতার ধারা বজায় থাকবে। তিনি আরও বলেন, অবজারভারের দীর্ঘ ২৩৩ বছরের ইতিহাসকে সম্মান জানাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
আরএস//বিএন