ক্রিকেটার এনামুল হক বিজয়কে ঘিরে স্পট ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে, যার ফলে আপাতত তাকে দেশত্যাগের অনুমতি না দেওয়ার জন্য ইমিগ্রেশন বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে। তবে এখনো অভিযোগ প্রমাণিত হয়নি।
এবারের বিপিএলে শুরু থেকেই স্পট ফিক্সিংয়ের অভিযোগ ওঠে। এ বিষয়ে বিসিবির দুর্নীতি দমন বিভাগ সরকারের সংশ্লিষ্ট সংস্থাকে অনুরোধ করেছে, যাতে দুর্বার রাজশাহীর ক্রিকেটার এনামুল হক বিদেশে যেতে না পারেন। সংশ্লিষ্ট বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, এনামুলের বিষয়ে ইমিগ্রেশন বিভাগকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।
তবে এই নিষেধাজ্ঞা সাময়িক। তদন্তে যদি এনামুল হক দোষী না প্রমাণিত হন, তাহলে তার দেশত্যাগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।
প্রসঙ্গত, বিপিএল শুরুর সময় দুর্বার রাজশাহীর অধিনায়ক ছিলেন এনামুল হক। তবে পরে তাকে সরিয়ে তাসকিন আহমেদকে অধিনায়ক করা হয়।
এনামুল হক ছাড়াও রাজশাহীর আরও কয়েকজন ক্রিকেটারের বিরুদ্ধে স্পট ফিক্সিংয়ের অভিযোগ রয়েছে। শুধু রাজশাহী নয়, বিপিএলের আরও অন্তত তিনটি দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের ওপর নজরদারি করছে দুর্নীতি দমন বিভাগ।