দুদিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করেছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। বিজিএমইএ কমপ্লেক্সে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স)-সহ আরও কিছু প্রতিষ্ঠানের এক্সপার্টদের নিয়ে আয়োজনটি সম্পন্ন হয়।
প্রশিক্ষণের মূল প্রতিপাদ্য ছিল সার্কুলার ইকোনমি। অ্যাকাডেমিক এক্সপার্ট ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদেরকে বর্তমান চ্যালেঞ্জের মধ্যে পোশাকশিল্পকে সার্কুলারিটির দিকে চালিত করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়।
প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিএমইএ-এর সভাপতি ফারুক হাসান, বুটেক্সের ডাইজ অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ আব্বাস উদ্দীন, একই বিভাগের প্রভাষক মো. আবুল কালাম আজাদ প্রমুখ।
ফারুক হাসান উক্ত আয়োজনে পেশাজীবীদের সক্ষমতা বৃদ্ধিতে এ ধরনের প্রশিক্ষণের ভূমিকার ওপর জোর দেন। দেশে সার্কুলার পোশাকশিল্পের রূপান্তর প্রক্রিয়ার জন্য দক্ষতা বৃদ্ধির বিষয়ে আলোকপাত করেন।