কোরিয়ান ব্যান্ডদল বিটিএসের সঙ্গে যোগ দিতে প্রায় ১৮ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে গিয়েছে নারায়ণগঞ্জের ফতুল্লার এক কিশোরী। এ ঘটনার ১৯ দিন পর ফতুল্লা মডেল থানায় কিশোরীর বাবা বাদী হয়ে লিখিত অভিযোগ দিয়েছেন।
লিখিত অভিযোগে কিশোরীর বাবা বলেন, ”আমার মেয়ে পরিবারের সদস্যদের কথা অমান্য করে উশৃঙ্খল জীবন যাপন করত ও কেউ কিছু বললেই তার সঙ্গে উত্তেজিত আচরণ করত। সে কোরিয়ান ব্যান্ড দল বিটিএসের ভক্ত। নিজ রুমে বিটিএস সদস্যদের ছবি টানিয়ে রাখত। বাসায় কারো সঙ্গে ঝগড়া হলেই বলতো সে কোরিয়া চলে যাবে। রাত ২টার দিকে নগদ ৫ হাজার টাকা ও ১৮ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে সে পালিয়ে যায়। খোঁজাখুঁজির পরও তার সন্ধান পাইনি।
সম্প্রতি সে তার ফেসবুক আইডি থেকে আমার ভাতিজিকে জানায় সে বিটিএস গ্রুপের সঙ্গে আছে এবং দ্রুতই কোরিয়া গিয়ে বিটিএস দলের সঙ্গে যোগ দেবে।