বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। এবারের ঈদে মুক্তি পেয়েছে তার অভিনিত “রুপান্তর” নামের একটি নাটক। যা নিয়ে চলছে তুমুল সমালোচনা। ট্রান্সজেন্ডার বা রূপান্তরিত লিঙ্গের মানুষদের নিয়ে তৈরি এই নাটকটি ইউটিউবে প্রকাশিত হওয়ার ২৪ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে সরিয়ে নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান।
দর্শকরা অভিযোগ তুলেছেন ‘ট্রান্সজেন্ডার’ মতবাদকে প্রমোট করছে এই নাটকটি। তাই অভিনেতা ফারহান আহমেদ জোভানকে বয়কটের ডাক দিয়েছে অনেকেই। যার ফলে তোপের মুখে পড়েছেন তিনি। নেটিজেনদের নানান ধরণের মন্তব্য সহ্য করতে না পেরে নিজের অফিসিয়াল ফেসবুক একাউন্ট বন্ধ করে দেন এই অভিনেতা।
তিনি গণমাধ্যমকে বলেন, “যেহেতু মানুষ পছন্দ করছে না সেহেতু এসব আর করা যাবে না। এরপর থেকে এগুলো আর করব না। আমি ভেবেছি এটা নিয়ে একটি বিবৃতি দেব। ওই বিবৃতির মাধ্যমে আমার কথাগুলো জানাব।”