ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা জানিয়েছেন, বাংলাদেশ থেকে বিদ্যুৎ সরবরাহের বিল বাবদ ২০০ কোটি রুপি বকেয়া রয়েছে।
তবে এখনো বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। সোমবার এক বিবৃতিতে তিনি এ তথ্য জানান।
ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া জানিয়েছে, ত্রিপুরা সরকার বিদ্যুৎ করপোরেশন লিমিটেডের মাধ্যমে এনটিপিসি বিদ্যুৎ ব্যবসা নিগম লিমিটেড এবং বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের চুক্তির অধীনে প্রতিবেশী বাংলাদেশে প্রতিদিন ৬০-৭০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করে।
মানিক সাহা বলেছেন, “বিদ্যুৎ সরবরাহের বিল পরিশোধে বাংলাদেশ আমাদের ২০০ কোটি রুপি বকেয়া রেখেছে, যা প্রতিদিন বেড়ে চলেছে। আমরা আশা করি, তারা দ্রুত এ বিল পরিশোধ করবে, যাতে বিদ্যুৎ সরবরাহ চালু রাখা যায়।”
যদি ঢাকা বিল পরিশোধে ব্যর্থ হয়, তবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হবে কি না, এ প্রশ্নে মুখ্যমন্ত্রী জানান, এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
তিনি আরও বলেন, “ত্রিপুরার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কিছু যন্ত্রপাতি বাংলাদেশি ভূখণ্ড বা চট্টগ্রাম বন্দর ব্যবহার করে আনা হয়েছিল। এ সহযোগিতার জন্য কৃতজ্ঞতাস্বরূপ আমরা চুক্তি অনুযায়ী বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করি। তবে বকেয়া পরিশোধ না হলে কতদিন বিদ্যুৎ সরবরাহ চালিয়ে যেতে পারব, তা নিশ্চিত নয়।”
আরএস//বিএন