জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিদ্রোহী হলে ইফতার আয়োজনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতির অনুসন্ধানে ৯ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার (৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের অনুমোদনে গঠিত এই কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পোল্ট্রি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. শওকত আলী।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোহাম্মদ ইমদাদুল হুদা, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বখতিয়ার উদ্দিন, আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স), ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক ড. মো. আশরাফুল আলম, অগ্নিবীণা হলের প্রভোস্ট হারুন অর রশিদ এবং মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মিলন। সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান। কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ১২ মার্চ ২০১৮–১৯ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থীর স্নাতকোত্তর সম্পন্নের আগেই সিট বাতিল এবং ইফতারের টোকেন নেওয়ার সময় অপমানের অভিযোগে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ইফতার অনুষ্ঠান বয়কট করে কেন্দ্রীয় মাঠে গণ-ইফতারের আয়োজন করেন তারা।