দেশজুড়ে সাম্প্রতিক ভাঙচুর ও লুটপাটে বিদেশি বিনিয়োগকারীদের প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কোম্পানিগুলোর প্রতিনিধিরা। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সংগঠিত আন্দোলনের সময় এই হামলা ঘটে বলে জানা গেছে।
সোমবার বিডা ও বাংলাদেশ পুলিশের আয়োজিত এক বৈঠকে কোম্পানির প্রতিনিধিরা তাদের ক্ষয়ক্ষতির বিবরণ তুলে ধরেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, এ ঘটনায় ১৪০ জনকে গ্রেফতার এবং এক ডজনের মতো মামলা দায়ের করা হয়েছে।
বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, “প্রতিষ্ঠানগুলো যেহেতু হাজারো মানুষের কর্মসংস্থান ও দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির অংশ, তাই তাদের বিরুদ্ধে এমন হামলা মোটেও গ্রহণযোগ্য নয়।” তিনি সরকারের দ্রুত পদক্ষেপকে প্রশংসনীয় বলে উল্লেখ করেন।