সাম্প্রতিক মন্তব্যের জন্য ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বাংলার কাছে দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানিয়েছেন, তার বক্তব্য ভুল বোঝাবুঝির জন্ম দিয়েছে এবং তিনি তা সংশোধন করতে চান।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এই ক্ষমা প্রার্থনা জানান।
শফিকুল আলম বলেন, “আমি একটি নির্দিষ্ট দৃষ্টিকোণ থেকে বিবিসি বাংলার বিষয়ে মন্তব্য করেছিলাম। তবে বিবিসি বাংলা কখনো বলেছে যে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন, এমন দাবি আমি নিশ্চিত নই। এছাড়া, তারা তারেক রহমানের সাক্ষাৎকার প্রচার করেছে, যদিও সেটি হাসিনা সরকারের নিষেধাজ্ঞার পরিপন্থী ছিল। তবে আমি ভুলভাবে বলেছিলাম যে বিবিসি বাংলা আওয়ামী লীগ ও শেখ হাসিনার পক্ষে কাজ করছে, যা সঠিক নয়। এজন্য আমি দুঃখিত এবং আমার বক্তব্য সংশোধন করছি।”
তিনি আরও বলেন, “কিছু প্রতিবেদনে বস্তুনিষ্ঠতার অভাব থাকতে পারে, তবে আমি স্বীকার করি যে বিবিসি বাংলা বাংলাদেশের ঘটনাগুলো যথাসম্ভব সত্য ও স্বচ্ছতার সঙ্গে তুলে ধরার চেষ্টা করছে। তারা অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড এবং আগের সরকারের রেখে যাওয়া চ্যালেঞ্জগুলোর ব্যাপারেও নিরপেক্ষ সংবাদ প্রচার করছে, যা প্রশংসার যোগ্য।”
সংবাদমাধ্যমের স্বাধীনতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “নির্ভয়ে ও নিরপেক্ষভাবে সংবাদ প্রকাশের যে সক্ষমতা ও মানসিক প্রস্তুতি প্রয়োজন, তা নতুন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”