টালিউড তারকা সোহিনী সরকার ও শোভন গঙ্গোপাধ্যায় গত ১৫ জুলাই একবছরের প্রেমের পর গাঁটছড়া বাঁধেন। তবে বিয়ের এক মাস না কাটতেই সোহিনী আইনি জটিলতায় জড়ালেন।
এক প্রতিবেদন অনুযায়ী, সোহিনী-শোভনের বিয়ের পর শুভেচ্ছা জানাতে গিয়ে তুমুল বিতর্কের মুখে পড়েন সোহিনীর প্রাক্তন রণজয় বিষ্ণু। অভিনেত্রী সায়ন্তনী গুহঠাকুরতা অভিযোগ করেন, রণজয় নাকি তার প্রাক্তন প্রেমিকাদের এটিএম কার্ড হিসেবে ব্যবহার করেন। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে সোহিনী রণজয়কে আইনি নোটিশ পাঠান।
এতে রণজয়ের আরেক প্রাক্তন প্রেমিকা সায়ন্তনী গুহঠাকুরতার নামও জড়িয়ে যায়। জানা যায়, সোহিনী আগে রণজয়কে নোটিশ পাঠিয়েছিলেন, এরপর সায়ন্তনীও একই পদক্ষেপ নেন। তবে এই বিষয়ে তারা কেউই প্রকাশ্যে কিছু বলেননি।
রণজয় এ বিষয়ে বলেন, “বিগত দিনের বেশ কিছু খবরে আমি এবং আমার পরিবার ব্যথিত ও মর্মাহত। আমার কর্মজীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে।”
এমএ//