ঢালিউডের ‘মোস্ট এলিজিবল ব্যাচেলর’ জায়েদ খান। তার বিয়ে নিয়ে নেটিজেনদের আগ্রহ তুঙ্গে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় জায়েদ খানের সঙ্গে দুটি ছবি শেয়ার করে উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয় ক্যাপশন দিয়েছেন, ‘অসাধারণ পরিবর্তন। মুগ্ধ আমি। জায়েদের কিন্তু বিয়ে হয়ে গেছে।’
মুহূর্তেই ভাইরাল হয়ে যায় জয়ের এই পোস্ট। তবে, এ ব্যাপারে মুখ খুলেছেন ঢালিউডের এই ‘ব্যাচেলর খান’।
জায়েদ খান বলেন, “ধুর! ফাঁকা আওয়াজ। বিয়ে করিনি। বিয়ে করলে সেটা আপনারা অবশ্যই সকলে জানতো। জয় ভাই, মজা করেই সেই স্ট্যাটাস দিয়েছে। তার কাজই আলোচনায় থাকা।”
উল্লেখ্য, গত কয়েক মাস ধরেই বিভিন্ন দেশে গিয়ে স্টেজ পারফর্মেন্স করছেন জায়েদ খান। এ সময় বিভিন্ন নারীর সঙ্গে ছবি তুলে তার প্রকাশ করতেও দেখা যায় এই নায়ককে।