চলতি বছরের সেপ্টেম্বরে অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের সংসারে আসতে চলেছে নতুন অতিথি। যদিও এই মুহূর্তে তিনি না কি স্বামীর সঙ্গে ‘বেবিমুন’- রয়েছেন। কিন্তু তার মাঝেই কি এমন হল যে বিয়ের সব ছবি সোশ্যাল মিডিয়া থেকে মুছে দিলেন রণবীর।
পাঁচ বছরের দাম্পত্য, বিয়ের আগে বছর ছয়েকের প্রেম। ২০১৮ সালের নভেম্বর মাসে একে অপরের সঙ্গে গাঁটছড়া বাঁধেন বলিউড তারকা দীপিকা-রণবীর। বিয়ের পর নিজেদের সোশ্যালে বিয়ের ছবিও শেয়ার করে নিয়েছিলেন তারা। কিন্তু হঠাৎই যেন ছন্দপতন, বিয়ের ছবি মুছতেই শুরু জল্পনার। তবে কি সন্তান আগমনের আগেই মনোমালিন্য হল তাদের!
রণবীরের ইনস্টাগ্রামে নজর রাখলে কিন্তু সেটাই দেখা যাচ্ছে বিয়ের সব ছবি গায়েব। তো হঠাৎ এমন কাণ্ড কেন ঘটালেন রণবীর? নিন্দুকরা বলছেন, অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকেই নাকি দীপিকা, রণবীরের থেকে একটু দূরে দূরে রয়েছেন। এমনকী, ক্যামেরার সামনেও দুজন একসঙ্গে ধরা দেন না।