বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’র সুচিকিৎসা ও মুক্তির দাবিতে ঢাকায় যুবদলের সমাবেশে বিশাল মিছিল সহকারে অংশ নিয়েছেন যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মওলা শাহীন। শনিবার ঢাকার নয়াপল্টন বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেলা ৩টা থেকে শুরু হয় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সমাবেশ। এতে সহস্রাধিক অনুসারীদের নিয়ে শোডাউন সহকারে যোগ দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক এই আহ্বায়ক।
সমাবেশে যোগ দিয়ে গোলাম মওলা শাহীন বলেন, বারবার জেল খেটেছি, নির্যাতনের শিকার হয়েছি। সর্বশেষ টানা একবছর জেল খেটে বের হয়েছি। গণতন্ত্র পুনরুদ্ধার, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও দেশনায়ক জনাব তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে প্রধানমন্ত্রী না বানানো পর্যন্ত একবছর কেনো বছরের পর বছর কারাগারে থাকতে রাজি আছি। শত অত্যাচার নির্যাতন সত্য করতেও রাজি আছি।
উল্লেখ্য, গেল ২০২৩ সালের ০৯ ফেব্রুয়ারি গ্রেফতার হয়ে ২০২৪ সালের ০৬ ফেব্রুয়ারি প্রায় একবছর কারাভোগ শেষে মুক্তি পান গোলাম মওলা শাহীন। প্রসঙ্গত বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে করা মামলা প্রত্যাহার এবং রাজবন্দিদের মুক্তির দাবিতে শনিবার ঢাকায় সমাবেশের ডাক দেয় যুবদল।