এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো কিছু করার প্রত্যয় ব্যক্ত করে গেলেও আশানুরূপ পারফর্ম করতে পারেনি বাঘিনীরা। টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির মতে এই হতাশাজনক পারফরম্যান্সের দায় ব্যাটারদের।
চলমান নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসার কথা ছিল বাংলাদেশে। তবে দেশের রাজনৈতিক নানান পটপরিবর্তনের ফলে নিরাপত্তা ইস্যুতে আসর বসেনি দেশে। ফলে এবারের আসরটি অনুষ্ঠিত হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে।
আরব আমিরাতে অনুষ্ঠিত হওয়া এই টুর্নামেন্টে যাওয়ার আগে ভালো করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছিল বাঘিনীরা। এর আগের সকল দুঃখ ঘোচাতে চেয়েছিল বাংলাদেশের নারীরা। শুরুটাও করেছিল দুর্দান্ত। নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে জয় পেয়েছিল নিগার-মারুফারা।
প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে বেশ দাপটের সাথেই হারায় বাংলাদেশ। নারীদের এই জয়ের ফলে আত্মবিশ্বাসে ভরপুর দলটি স্বপ্ন দেখে সেমিফাইনালের। কিন্তু হোচট খায় দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে। মাত্র ১১৯ রানের টার্গেটে ১০০ পাড় হতে পারেনি সফরকারীরা।
দ্বিতীয় ম্যাচে হারের দাগ মুছতে চেয়েছিল তৃতীয় ম্যাচে ক্যারিবিয়ানদের বিপক্ষে জয় দিয়ে রাঙিয়ে। সেদিন শারজাহ স্টেডিয়ামে দেশের দর্শকদের উপচে পড়া ভীড়ও ছিল। তবে এদিনও ব্যর্থ হয় বাংলাদেশ। বাংলাদেশের দেওয়া মাত্র ১০৪ রানের টার্গেটে ৮ উইকেটের বিশাল জয় পায় ক্যারিবিয়ানরা।
দলের এমন পারফরম্যান্সে বেজায় বিরক্ত দলটির অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। পুরো টুর্নামেন্টে ব্যাটারদের বাজে পারফরম্যান্সের ফলেই এমন ফলাফল এসেছে বলে মন্তব্য করেছেন জ্যোতি। তাছাড়া বোলারদের প্রশংসায় ভাসিয়েছেন তিনি।