সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষার কার্যক্রম বন্ধ রেখে ‘শাটডাউন তিতুমীর’ কর্মসূচি শুরু করেছেন।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) থেকে এই আন্দোলন শুরু হয়। এর আগে সোমবার রাতে ‘তিতুমীর ঐক্য’ নামের আন্দোলন প্ল্যাটফর্ম এক সভার মাধ্যমে এই কর্মসূচির সিদ্ধান্ত নেয়।
শিক্ষার্থীরা জানিয়েছেন, ৪৮ ঘণ্টার মধ্যে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর এবং প্রশাসনিক কাঠামো গঠনের দাবি পূরণ করতে হবে। এ সময়ের মধ্যে ভাইস-চ্যান্সেলর (ভিসি) এবং প্রো-ভিসি নিয়োগ দিয়ে কাঠামো চূড়ান্ত না করলে, বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) থেকে মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করা হবে।
তাদের ভাষ্য মতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের কার্যক্রম বাতিল হওয়ায় তিতুমীর কলেজসহ এসব প্রতিষ্ঠান অভিভাবকহীন হয়ে পড়েছে। তারা দাবি করেন, তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর না করা পর্যন্ত তাদের আন্দোলন চলবে।
গত ৭ জানুয়ারি আন্দোলনের অংশ হিসেবে শিক্ষার্থীরা কলেজের প্রধান ফটকে ‘তিতুমীর বিশ্ববিদ্যালয়’ লেখা ব্যানার টানিয়ে নিজেদের দাবির প্রতি জোরালো সমর্থন প্রকাশ করেন।