‘বিশ্ববিদ্যালয় নিয়ে কাউকে খেলতে দেব না’—কোরআন পোড়ানো ইস্যুতে রাবি উপাচার্য
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পবিত্র কোরআন পোড়ানোর ঘটনা নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব। রবিবার (১২ জানুয়ারি) ফেসবুক পোস্টে তিনি এই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
পোস্টে উপাচার্য বলেন, “বিশ্ববিদ্যালয়টির বিরুদ্ধে একটি গভীর চক্রান্ত চলছে। কিছু পক্ষ বিভিন্ন উপায়ে এটিকে অস্থিতিশীল করতে চেষ্টা করছে। অন্তত চারটি হলে পবিত্র কোরআন শরিফ পুড়িয়ে দেওয়া হয়েছে, যা মুসলিমদের অত্যন্ত প্রিয় স্থানকে আঘাত করার উদ্দেশ্যে করা হয়েছে।”
তিনি আরও বলেন, “এটি স্পষ্ট উসকানি, এবং যারা এই কাজ করেছে তারা অতি নীচমান ব্যক্তি।”
উপাচার্য তার ছাত্র-ছাত্রীদের ধন্যবাদ জানিয়ে বলেন, “আমি আমার ছাত্র-ছাত্রীদের ধন্যবাদ জানাই, কারণ তারা এই উসকানিমূলক কাজে পা দেয়নি। তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখেছে। আমরা এই সম্প্রীতি যেকোনো মূল্যে ধরে রাখব, এবং দুষ্কৃতিকারীদের কখনো জিততে দেব না। তাদের উদ্দেশ্য আমাদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করা, যা আমরা হতে দিতে পারি না।”
তদন্ত প্রসঙ্গে তিনি জানান, “তদন্ত কমিটি ইতোমধ্যে কাজ শুরু করেছে, এবং পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো পুরোপুরি সক্রিয়। আমরা শিগগিরই এই ঘৃণ্য কাজের পেছনে যারা দায়ী, তাদের চিহ্নিত করতে পারব।”
উপাচার্য হুঁশিয়ারি দিয়ে বলেন, “রাজশাহী বিশ্ববিদ্যালয় ধর্ম, বর্ণ বা আঞ্চলিকতার ঊর্ধ্বে সবার, এবং সব ছাত্র-ছাত্রীর সমান অধিকার রয়েছে। আমাদের প্রিয় বিশ্ববিদ্যালয় নিয়ে কেউ যেন খেলা না করতে পারে, সেটি আমরা হতে দেব না।”
আমাদের বিডিএন ৭১ ইউটিউব ঘুরে আসুন। আরো খবর পড়ুন বশেমুরবিপ্রবিতে দুদকের অভিযান ।