যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান ‘হ্যানলি অ্যান্ড পার্টনার্স’ ২০২৪ সালের শক্তিশালী পাসপোর্ট সূচকের তালিকা প্রকাশ করেছে। টানা দ্বিতীয়বারের মতো বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টধারী দেশ সিঙ্গাপুর। দেশটি গতবারও শীর্ষে ছিল। এর আগে টানা পাঁচবার শীর্ষস্থানে ছিল জাপান।
জানা যায়, সিঙ্গাপুরের পাসপোর্টধারীরা এখন বিশ্বের ১৯৫টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও স্পেন।
পাসপোর্টের গ্রহণযোগ্যতার দিক থেকে শীর্ষ দেশগুলো হলো:
১. সিঙ্গাপুর (১৯৫ দেশে ভ্রমণ)
২. ইতালি, ফ্রান্স, জার্মানি, স্পেন ও জাপান (১৯২ দেশে ভ্রমণ)
৩. অস্ট্রিয়া, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ, নেদারল্যান্ড, দক্ষিণ কোরিয়া ও সুইডেন (১৯১ দেশে ভ্রমণ)
৪. যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড, বেলজিয়াম, ডেনমার্ক, নিউজিল্যান্ড ও নরওয়ে, (১৯০ দেশে ভ্রমণ)
৫. অস্ট্রেলিয়া, পতুর্গাল (১৮৯ দেশে ভ্রমণ)
তালিকায় বাংলাদেশের সঙ্গে একই স্থানে আছে ফিলিস্তিন। বাংলাদেশ ও ফিলিস্তিনের পাসপোর্টধারীরা ৪০টি দেশে ভিসা ছাড়া বা অন এরাইভাল ভিসায় ভ্রমণ করতে পারেন বলে জানিয়েছে ‘হেনলি অ্যান্ড পার্টনার্স’।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে মালদ্বীপের স্থান ৫২ তম, এ পাসপোর্টধারীরা ৯৪ দেশে ভিসা ছাড়া বা অন এরাইভাল ভিসায় ভ্রমণ করতে পারেন।
তালিকায় ভারতের স্থান ৮২ তম, ভারতের পাসপোর্টধারীরা ভিসা ছাড়া বা অন এরাইভাল ভিসায় ভ্রমণ করতে পারেন ৫৮ দেশে।
ভূটানের স্থান ৮৭ তম, এ পাসপোর্টধারীরা ৫২ দেশে ভিসা ছাড়া বা অন এরাইভাল ভিসায় ভ্রমণ করতে পারেন এবং শ্রীলঙ্কার স্থান ৯৩ তম, এ পাসপোর্টধারীরা ভিসা ছাড়া বা অন এরাইভাল ভিসায় ৪৪ দেশে ভ্রমণ করতে পারেন।
৪০টির কম দেশে ভিসা বা অন এরাইভাল ভিসায় প্রবেশাধিকার রয়েছে এমন দেশের মধ্যে রয়েছে পাকিস্তান, নেপাল ও আফগানিস্তান।
৯৮তম স্থানে রয়েছে লিবিয়া ও নেপাল। দেশ দুটি বিশ্বের ৩৯টি দেশে ভিসা ছাড়া বা অন-অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করতে পারেন।
৯৯তম স্থানে রয়েছে সোমালিয়া। দেশটির পাসপোর্টধারীরা বিশ্বের ৩৫টি দেশে ভিসা ছাড়া বা অন-অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করতে পারেন।
১০০তম স্থানে রয়েছে পাকিস্তান ও ইয়েমেন। দেশ দুটির পাসপোর্টধারীরা বিশ্বের ৩৩টি দেশে ভিসা ছাড়া বা অন-অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করতে পারেন।
১০১তম স্থানে রয়েছে ইরাক। দেশটির পাসপোর্টধারীরা বিশ্বের ৩১টি দেশে ভিসা ছাড়া বা অন-অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করতে পারেন।
১০২তম স্থানে রয়েছে সিরিয়া। দেশটির পাসপোর্টধারীরা বিশ্বের ২৮টি দেশে ভিসা ছাড়া বা অন-অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করতে পারেন।
১০৩তম স্থানে রয়েছে আফগানিস্তান। পাসপোর্টধারীরা বিশ্বের ২৬টি দেশে ভিসা ছাড়া বা অন-অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করতে পারেন।