নোয়াখালী প্রতিনিধি : সুমাইয়া আক্তার
বিশ্ব থ্যালাসেমিয়া দিবস-২০২৫ উপলক্ষে নোয়াখালী সরকারি কলেজে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করেছে শারীরিক ও স্বাস্থ্য বিষয়ে কাজ করা জাতীয় পর্যায়ের স্বেচ্ছাসেবী সংগঠন ❝বাঁধন❞
একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন”– এই স্লোগানকে ধারণ করে আজ বৃহস্পতিবার (৮-মে) সকালে নোয়াখালী সরকারি কলেজের নতুন ক্যাম্পাসে এ মহৎ কর্মসূচী পালিত হয়। এসময় প্রায় শতাধিক শিক্ষার্থী তাদের ব্লাড গ্রুপ নির্নয় করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে রক্তদানে সচেতনতা ছড়িয়ে দেওয়া, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় এবং থ্যালাসেমিয়া সম্পর্কে শিক্ষার্থীদের মাঝে তথ্য ও প্রেরণা জাগানিয়া বক্তব্য প্রদান করা হয়।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বাঁধন নোয়াখালী সরকারি কলেজ ইউনিটের সাংগঠনিক সম্পাদক, বিভাগীয় জোন-২ ও জোনাল প্রতিনিধি মো: শরীফ উদ্দিন, সভাপতি রবিউল ইসলাম রাজিব, সাধারণ সম্পাদক ইমরান উল মাওলা, এছাড়াও ইউনিটের কার্যকরী পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত থেকে কর্মসূচি সফল করতে কার্যকরী ভূমিকা পালন করেন।
উক্ত কর্মসূচিতে বাঁধন নোয়াখালী সরকারি কলেজ ইউনিট বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়: প্রায় ৫০+ শিক্ষার্থীকে তাৎক্ষণিকভাবে রক্তের গ্রুপ জানিয়ে দেওয়া সহ থ্যালাসেমিয়া বিষয়ে সচেতনতা: উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে থ্যালাসেমিয়া রোগ সম্পর্কে বিস্তারিত ধারণা ও প্রতিরোধের উপায় তুলে ধরেন এবং নতুন সদস্য সংগ্রহ করেন যাতে করে রক্তদানের মাধ্যমে মানবিক কার্যক্রম জোরদার করতে পারে।
অনুষ্ঠান শেষে আয়োজকরা রক্তদানের প্রয়োজনীয়তা ও থ্যালাসেমিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান। বাঁধনের এই প্রশংসনীয় উদ্যেগ নোয়াখালী সরকারি কলেজের শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক সাড়া তৈরি করেছে।
রাষ্ট্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুরাইয়া আক্তার বলেন, বাঁধন নোয়াখালী সরকারি কলেজ ইউনিট কলেজের শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় করতেছে, আমরা ফ্রী তে আমাদের রক্তের গ্রুপ জানতে পারছি। এছাড়া আমাদের রক্তের কোনো সাহায্য লাগলে আমরা বাঁধন থেকে সহজে সাহায্য নিতে পারি। রক্তদানে বাঁধনকে আমরা পাশে পাই।
বাঁধন নোয়াখালী সরকারি কলেজ ইউনিটের সাধারণ সম্পাদক ইমরান উল মাওলা জানান, বাঁধন নোয়াখালী সরকারি কলেজ ইউনিট দীর্ঘদিন ধরে সেবা দিয়ে আসছে। রক্ত দান, রক্ত দানে উৎসাহ প্রধান, রক্তের গ্রুপ নির্ণয় সহ বিভিন্ন কাজে আমরা শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করে আসছি এবং রক্ত দানে শিক্ষার্থীদের পাশে থাকবে বাঁধন নোয়াখালী সরকারি কলেজ ইউনিট।