মস্কোয় একটি ইলেকট্রিক স্কুটারে লুকানো বোমা বিস্ফোরণে রাশিয়ার পারমাণবিক সুরক্ষা বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আইগর কিরিলভ নিহত হয়েছেন। মঙ্গলবার, রায়াজানস্কাই প্রোসপেক্ট ভবনের সামনে এ ঘটনা ঘটে, যাতে তার সহকারীও প্রাণ হারান। রাশিয়ার তদন্ত কমিটি এ তথ্য নিশ্চিত করেছে।
আইগর কিরিলভ রেডিওলজিক্যাল, কেমিক্যাল ও বায়োলজিক্যাল প্রতিরক্ষা বাহিনীর নেতৃত্বে ছিলেন। বার্তা সংস্থা তাস জানায়, বিস্ফোরকটিতে ৩০০ গ্রাম টিএনটি ব্যবহার করা হয়েছিল। ঘটনাস্থলের ছবি ও ফুটেজে দেখা গেছে, ভবনের প্রবেশমুখ বিধ্বস্ত এবং পাশে দুটি রক্তাক্ত মরদেহ পড়ে আছে।
পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে এবং এ ঘটনায় একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।
এদিকে, ইউক্রেনের প্রসিকিউটররা কিরিলভের বিরুদ্ধে নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ তুলেছেন। যদিও রাশিয়া এ অভিযোগ অস্বীকার করেছে।